ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

ভুল চিকিৎসার সত্যতা পাওয়ায় হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০১:২২ পিএম ভুল চিকিৎসার সত্যতা পাওয়ায় হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

নাটোরে ভুল চিকিৎসার প্রাথমিক সত্যতা পাওয়ায় শহরের কানাইখালী এলাকার একটি বেসরকারি হাসপাতাল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত আল-হেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে জেলা সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন এ নির্দেশনা দেন।

সিভিল সার্জন জানান, গত ২৭ জুলাই সদর উপজেলার একডালা নারায়ণপুর গ্রামের পোশাককর্মী মানিক মিয়া তলপেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। ওই দিনই হাসপাতালের মালিক চিকিৎসক শামিম উদ্দিন এক সহকারীকে সঙ্গে নিয়ে তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেন।

অপারেশনের পর প্রায় এক সপ্তাহ রোগীকে হাসপাতালে ভর্তি রাখা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে স্বজনরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আল-হেরা হাসপাতালে ভুল চিকিৎসার বিষয়টি ধরা পড়ে। বর্তমানে তিনি সহায়-সম্বল বিক্রি করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

অভিযোগ রয়েছে, ভুল চিকিৎসার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির পর রোগীর পরিবারকে হুমকি দেন আল-হেরা হাসপাতালের মালিক চিকিৎসক শামিম উদ্দিন। পরে ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ এবং প্রাথমিক তদন্তে সত্যতা মেলায় হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন।

এ ঘটনায় নাটোর ক্লিনিক মালিক সমিতি রোগীর পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা দিয়েছে এবং অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে হাসপাতালের মালিক শামিম উদ্দিন কোনো মন্তব্য করেতে রাজি হননি।

নাটোরের সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন বলেন, হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগের ভিত্তিতে হাসপাতাল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

Side banner