ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

সুন্দরগঞ্জে একদিনে ৩ লাশ উদ্ধার

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ২০, ২০২৫, ০১:০৫ পিএম সুন্দরগঞ্জে একদিনে ৩ লাশ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জে একদিনে তিনটি পৃথক ঘটনায় তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবং একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনভর উপজেলার সর্বানন্দ, কাপাসিয়া ও বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ ঘটনাগুলো ঘটে।

এদিন সন্ধ্যায় উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া (বাধের পূর্বপাড়) গ্রামের ফয়েজ রহমান (৩৫) পারিবারিক কলহের জেরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের মৃত বংশের আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্ত্রী ডিভোর্স দেওয়ার পর দেনমোহর ও ভরণপোষণের মামলার কারণে মানসিক চাপে তিনি এ পথ বেছে নেন। পরে খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।  

এদিকে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খামার মনিরাম গ্রামের আরিফুল ইসলাম (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

জানা যায়, আরিফুল ইসলাম দুপুরে ভ্যান ও কোদাল নিয়ে বাড়ির পাশের পুকুরে যাওয়ার সময় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি অরক্ষিত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, একই গ্রামের আলহাজ্ব আজাহার আলীর মালিকানাধীন সেচযন্ত্র থেকে টানা প্রায় ৭০০-৮০০ গজ লাইন ঝুলন্ত অবস্থায় ছিল।

অপরদিকে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামে নিজ বাড়ির পেছনের থাকা আতা গাছে ঝুলন্ত অবস্থায় সোলায়মান মিয়ার (৭০) মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান সোলায়মান মিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে পরিবারের সদস্যরা তাকে বাড়ির পেছনে আতা গাছের ডালে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।  

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, পৃথক ঘটনায় তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজনের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, আর একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Side banner