ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

গ্যাস সিলিন্ডারে পাচারের সময় ২৬২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৭:৩১ পিএম গ্যাস সিলিন্ডারে পাচারের সময় ২৬২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

গ্যাস সিলিন্ডারের মধ্যে পাচারের সময় ২৬২ বোতল ফেনসিডিলসহ দু’জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া- রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার মুরাদপুর নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের,ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বগুড়া জেলা কার্যালয়ের সদস্যরা মহাসড়কে মুরাদপুর নামকস্থানে চেকপোস্ট বসায়। এসময় ঢাকাগামী একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশিকালে প্রাইভেট কারের পেছনের ডালায় গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৬২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় প্রাইভেটকার চালক রাসেল মিয়া (৩৫) ও মাদককারবারি আল আমিনকে (৪০) গ্রেফতার করা হয়। তারা বিশেষ কায়দায় ফেনসিডিল ঢাকায় নিয়ে যাচ্ছিল। গ্রেফতার ব্যক্তিদের নামে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

Side banner