ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

টঙ্গীতে অগ্নিদগ্ধ ফায়ার কর্মীর মৃত্যু

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৬:১৬ পিএম টঙ্গীতে অগ্নিদগ্ধ ফায়ার কর্মীর মৃত্যু
শামীম আহমেদ।

গাজীপুরের টঙ্গী বিসিক সাহারা মার্কেটে কেমিক্যাল গুদামে আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদের (৪০) মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে ঢাকা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সাহারা মার্কেটের কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে তিনিসহ টঙ্গী ফায়ার সার্ভিসের পরিদর্শক জান্নাতুল নাইম, ফায়ার ফাইটার শামীম আহমেদ, নূরুল হুদা, জয় হাসান ও পথচারি বাবু হাওলাদার এবং আশিক আহত হন। তবে নূরুল হুদার অবস্থাও আশংকাজনক।

Side banner