ফরিদপুরের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
সোমবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আব্দুল জলিল।
তিনি বলেন, জেলার ৯টি উপজেলায় মোট ৭৫৮টি পূজামণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৯৮টি, মধুখালীতে ১৫৭টি ও বোয়ালমারীতে ১২২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশ পাহারা থাকবে। অন্য মণ্ডপগুলোতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যেই সব পূজামণ্ডপকে বহিস্তরের নিরাপত্তা চাদরে আনা হয়েছে।
পুলিশ সুপার বলেন, মাঠে থাকবে ৭১টি মোটরসাইকেলভিত্তিক ভ্রাম্যমাণ টহল দল ও ১৫টি পৃথক ভ্যান টিম। জেলার গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হবে ১১টি চেকপোস্ট। চুরি-ছিনতাই রোধে কাজ করবে পুলিশের বিশেষ টহল দল। পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন ৩০ জন ডিবি পুলিশ এবং ২৫ জন ডিএসবি সদস্য।
তিনি আরও বলেন, পূজার আগে জেলার তালিকাভুক্ত ছিনতাইকারী ও অপরাধীদের গ্রেপ্তার করা হবে। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। পূজা উপলক্ষে এক সপ্তাহ জেলার সব মদের দোকান বন্ধ থাকবে। পূজার সময় মাদক সেবন, ডিজে পার্টি কিংবা অশ্লীল গান বাজানো যাবে না। মণ্ডপগুলোতে বাজাতে হবে শ্যামাসংগীত, কীর্তনসহ ধর্মীয় সংগীত।
এ ছাড়া, জেলার ৩৭৮টি পূজামণ্ডপ ইতোমধ্যেই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বাকিগুলোও ধীরে ধীরে ক্যামেরার আওতায় আসবে বলে জানান পুলিশ সুপার।
তিনি আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল এবং ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদউজ্জামান প্রমুখ।
আপনার মতামত লিখুন :