ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় নারীকে গাছে বেঁধে মারধর, গ্রেফতার ৩

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১১:০৯ এএম স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় নারীকে গাছে বেঁধে মারধর, গ্রেফতার ৩

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় স্ত্রীর স্বীকৃতি দাবি করায় এক নারীকে (৩০) গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তরুণসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতা হওয়া ব্যক্তিরা হলেন—অভিযুক্ত আবদুর রশিদ (২১), তার বাবা আব্বাস আলী (৫০) ও মা চন্দ্রা ভানু (৪৫)। শনিবার সকালে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে।

মামলার এজাহার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরখানেক আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে রশিদ ও ওই নারীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ছয় মাস আগে তাঁরা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। তবে সম্প্রতি রশিদ তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং বিয়ের বিষয়টি অস্বীকার করেন। এরপর স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রশিদের বাড়িতে গিয়ে অনশনে বসেন ওই নারী।

একপর্যায়ে দুপুরে রশিদ ও তার পরিবারের সদস্যরা ওই নারীকে গাছে বেঁধে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে স্থানীয় এক সাংবাদিক ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরবর্তীতে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওই নারীর বাবা এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নির্যাতনের শিকার নারীর বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন। মামলার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার প্রধান তিন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদেরও গ্রেফতারে অভিযান চলছে।’

Side banner