ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ নিহত ২

দৈনিক নতুন সংবাদ অক্টোবর ২, ২০২৫, ০৫:২৭ পিএম ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ নিহত ২

ঝিনাইদহ সদর উপজেলার নগর বাথান এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে নগর বাথান এলাকার আঠারো মাইল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো- নগর বাথান গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৬৫) ও জীবননগর উপজেলার বাসিন্দা সিফাত (৮)।

নেবুতলা ওয়ার্ডের ইউপি সদস্য ঝন্টু বিশ্বাস বলেন, ভ্যানে করে যাত্রি নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিল। আঠারো মাইল পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা বাসটি সামনে থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে বাচ্চাটি মারা যায়। আর ভ্যানচালকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জন বিশ্বাস বলেন, দুপুরে সদর উপজেলার হলিধানী বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানে যাত্রী নিয়ে নগর বাথান বাজারে যাচ্ছিলেন ভ্যানচালক নজরুল ইসলাম। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল নামকস্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা মন্ডল পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সিফাত হোসেন মারা যায়। আহত হয় ভ্যানচালক নজরুল ইসলামসহ ২ জন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করে। অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Side banner