ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

দৈনিক নতুন সংবাদ অক্টোবর ২, ২০২৫, ০৬:০৩ পিএম নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

নওগাঁর পত্নীতলায় পাওয়ার টিলার চালিত ট্রলি এবং মোটরসাইকেলের সংঘর্ষে হাবিবুর রহমান নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিহত হয়েছেন। 

 

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার নজিপুর-গগণপুর অঞ্চলিকে সড়কের রামজীবনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হাবিবুর রহমান নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নজিপুর পৌরসভার নতুনবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে উপজেলার রঘুনাথপুর গ্রামে টিকিট কেটে মাছ শিকার করতে যাচ্ছিলেন হাবিবুর রহমান। পথে নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় বিপরীত দিক আসা একটি  ট্রলির সঙ্গে সংঘর্ষ ঘটে। ট্রলিটি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।  

পত্নীতলা থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) আবু তালেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Side banner