ঝিনাইদহের মহেশপুরে সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের সীমান্তবর্তী পেপুলবাড়িয়া গ্রামে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
সেচ্ছাসেবী সংগঠন সীমান্ত মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক নারী-পুরুষকে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মো. সাব্বির আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর ও দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রার অফিসার হাসানুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং ডা. শারমিন আক্তার।
ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও রক্তচাপ পরিমাপের মতো সেবা পেয়ে খুশি স্থানীয়রা। তারা জানিয়েছেন, এমন উদ্যোগ তাদের কাছে খুবই উপকারে এসেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেছেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রার অফিসার হাসানুজ্জামান বলেন, সীমান্ত মানব কল্যাণ সংস্থার এই উদ্যোগ সময়োপযোগী। মানবিক কল্যাণে এমন কাজ খুব জরুরি।
সংস্থার সভাপতি মো. সাব্বির আহমেদ বলেন, আমরা চাই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে। গ্রামের অনেক মানুষ জানেন না তাদের রক্তের গ্রুপ কী। সীমান্ত এলাকার মানুষ আরও বেশি অবহেলিত। তাই আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে শুরু করেছি। ভবিষ্যতে আরও বড় উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
আপনার মতামত লিখুন :