ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

পড়ার সুযোগ পেয়েও যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না হাজারো শিক্ষার্থী

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১২:১৬ এএম পড়ার সুযোগ পেয়েও যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না হাজারো শিক্ষার্থী

অনেক কষ্ট ও সাধনার পর যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ পেয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে হাজার শিক্ষার্থীর এ স্বপ্ন অধরা রয়ে গেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ।

ট্রাম্পের নিষেধাজ্ঞা কপাল পুড়েছে ১৯টি দেশের নাগরিকদের। বিপুল সময় ও অর্থ বিনিয়োগ করেও এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দেশগুলোর শিক্ষার্থীরা।

আফগানিস্তানের ২১ বছর বয়সী শিক্ষার্থী বাহারা সাঘারি, তালেবানের নিষেধাজ্ঞার কারণে নিজ দেশে উচ্চশিক্ষা নিতে পারেননি। সেই তিনি নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের একটি কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন। কিন্তু ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তার উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন নষ্ট হয়ে গেছে। হতাশ হয়ে সাঘারি বলেন, “যখন আপনি ভাবেন অবশেষে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে, তখন কিছু একটা এসে যেন সবকিছু শেষ করে দেয়।”

তার মতো ইরানের ১৭ বছর বয়সী পুয়া কারামি এবং মিয়ানমারের ১৮ বছর বয়সী গু গু-এর মতো অনেকেই এই নিষেধাজ্ঞার শিকার। কারামি বিজ্ঞান গবেষণার জন্য যুক্তরাষ্ট্রকেই বেছে নিয়েছিলেন, কিন্তু নিষেধাজ্ঞা তার পরিকল্পনা বাতিল করে দেয়। অন্যদিকে, গৃহযুদ্ধের শিকার মিয়ানমারের গু গু-ও যুক্তরাষ্ট্রে পড়াশোনার মাধ্যমে নতুন জীবন শুরুর স্বপ্ন দেখছিলেন, যা এখন অধরা রয়ে গেছে।

এই নিষেধাজ্ঞার কারণে অনেক শিক্ষার্থী ভিসা পেতে দীর্ঘসূত্রিতা এবং অতিরিক্ত যাচাই-বাছাইয়ের শিকার হচ্ছেন। ফলে তারা ভর্তি হয়েও সময়মতো ক্যাম্পাসে পৌঁছাতে পারছেন না। এই পরিস্থিতি বিশেষ করে ১৯টি দেশের শিক্ষার্থীদের ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে। গত বছর এই দেশগুলোর মধ্যে শুধু ইরান ও মিয়ানমারের শিক্ষার্থীরাই অর্ধেকের বেশি অনুমোদিত ভিসা পেয়েছিল।

যুক্তরাষ্ট্রে যেতে না পেরে তাদের কেউ কেউ অন্য দেশে বিকল্প খুঁজছে, আবার কেউ যুক্তরাষ্ট্রের ভিসা নীতির পরিবর্তনের আশায় অপেক্ষা করছে।

Side banner