ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠনে মেলেনি উত্তর

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:৪৫ পিএম স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠনে মেলেনি উত্তর

পতিত আওয়ামী লীগ সরকার আমলে ব্যাপক তথ্য কারসাজির পরিপ্রেক্ষিতে স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠনের সুপারিশ দিয়েছিল জনপ্রশাসন সংস্কার কমিশন। এটি বাস্তবায়নে বারবার তাগাদাও দেওয়া হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে। কিন্তু স্পষ্ট কোনো ধারণা দিচ্ছে না কোনো পক্ষই। এক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয়, ড. হোসেন জিল্লুর রহমানের নেতৃত্বে গঠিন টাস্কফোর্স এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। 

এমন পরিস্থিতিতে বুধবার (৩ সেপ্টেম্বর) বিবিএসে মধ্যাহ্নভোজে মিলিত হয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং টাস্কফোর্সের সদস্যরা। এ সময় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজধানীর আগারগাঁওয়ে ওই ভোজে অংশ নেওয়ার আগে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, টাস্কফোর্সের প্রতিবেদন জমা দেবে না। তারা আমার কাছেই প্রতিবেদন জমা দেবে। তবে  আমি মূলত সবার সঙ্গে লাঞ্চ করতেই এসেছি। এখানে কোনো আলোচনা সভা করা হচ্ছে না। স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠনের সুপারিশ টাস্কফোর্সের প্রতিবেদনে থাকছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখনো জানি না প্রতিবেদনে কী আছে। হোসেন জিল্লুর এ বিষয়ে বলতে পারবেন। 

এ প্রসঙ্গে জানতে চাইলে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, এমন প্রশ্ন করাটা এখন ঠিক নয়। কেননা আমরা যখন প্রতিবেদন জমা দেব সেখানেই সব থাকবে। এখনো বলতে পারছি না কী থাকছে। ইতোমধ্যেই প্রতিবেদনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। পরিকল্পনা উপদেষ্টা সুবিধাজনক সময় তারিখ দিলে আমরা প্রতিবেদনটি জমা দেব। এর বাইরে কিছু বলতে পারছি না।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে এর আগে জানানো হয়, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন বিষয়ে টাস্কফোর্স কাজ করছে। তারা যে সুপারিশ দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ টাস্কফোর্সের সুপারিশের ওপর নির্ভর করছে স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠন হবে কিনা।

এদিকে মধ্যাহ্নভোজে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, আগামী ১০ সেপ্টেম্বর টাস্কফোর্স তাদের প্রতিবেদন জমা দেবে পরিকল্পনা উপদেষ্টার কাছে। তবে স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠনের রূপরেখা বা সুপারিশ প্রতিবেদনে থাকবে কিনা- এ নিয়ে কোনো আলোচনা হয়নি। আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে কথা হয়েছে।

সূত্র জানায়, সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রশাসনিক সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) একটি স্বাধীন পরিসংখ্যান কমিশনে রূপান্তরের নির্দেশ দেওয়া হয়। অথচ সেটি বাস্তবায়নে এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি নেই। গত ১৬ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সহজে ও আশু বাস্তবায়নযোগ্য হিসেবে আটটি গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগের মধ্যে এই বিষয়টিকে অন্যতম হিসাবে চিহ্নিত করা হয়েছিল। এরপরও সংশ্লিষ্ট বাস্তবায়নকারী প্রতিষ্ঠান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগ থেমে যায় টাস্কফোর্সের প্রতিবেদনের অপেক্ষায়।

Side banner