ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

রাষ্ট্রপতির আগে প্রধান উপদেষ্টার দ্বারস্থ হচ্ছে ইসি

দৈনিক নতুন সংবাদ ডিসেম্বর ৪, ২০২৫, ০৭:০২ পিএম রাষ্ট্রপতির আগে প্রধান উপদেষ্টার দ্বারস্থ হচ্ছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে এবার প্রধান উপদেষ্টার সঙ্গেও সাক্ষাতের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের প্রথা থাকলেও, এবার তার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে ভোটের প্রস্তুতি তুলে ধরতে বসতে চাইছে সাংবিধানিক এই সংস্থাটি।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) একজন নির্বাচন কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তফসিলের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার একটা রেওয়াজ আছে। তবে এবার আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে আগে সাক্ষাৎ করবো। এতে ভোটের সার্বিক প্রস্তুতি তুলে ধরা হবে।

নির্বাচন কমিশনার আরও জানান, আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে নির্বাচন কমিশনের। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। 

তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের তারিখ নির্ধারিত আছে, তবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি এখনো ঠিক হয়নি।

জানা গেছে, আগামী ৭ ডিসেম্বর তফসিল ঘোষণার জন্য কমিশন সভা অনুষ্ঠিত হতে পারে। এই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বরের দিকে তফসিল ঘোষণা হতে পারে। আর ভোট হতে পারে আগামী ফেব্রুয়ারির ১২ তারিখের মধ্যে।

Side banner