ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

৩ আগস্ট ছাত্র সমাবেশ উপলক্ষে ছাত্রদলের ৬ নির্দেশনা

দৈনিক নতুন সংবাদ | নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আগস্ট ১, ২০২৫, ০৫:১৯ পিএম ৩ আগস্ট ছাত্র সমাবেশ উপলক্ষে ছাত্রদলের ৬ নির্দেশনা

আগামী ৩ আগস্ট শাহবাগে ঐতিহাসিক ছাত্র সমাবেশ উপলক্ষ্যে নেতাকর্মীদের প্রতি গুরুত্বপূর্ণ ৬টি নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার  (১ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নির্দেশনাগুলো হচ্ছে-  এক. ছাত্র সমাবেশে কোনো ধরণের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না। দুই. সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র কর্তৃক নির্ধারিত জায়গায় সকল ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। তিন. কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচলে সার্বিক সহযোগিতা করতে হবে। চার. সমাবেশের দিনে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। পাঁচ. ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না। ছয়. সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত স্থান পরিষ্কার করে সমাবেশস্থল ত্যাগ করতে হবে।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।###
 

Side banner