ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

বিজয়ের ‘শেষ’ দেখছেন প্রধান নির্বাচক

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ আগস্ট ১৭, ২০২৫, ১১:০৮ এএম বিজয়ের ‘শেষ’ দেখছেন প্রধান নির্বাচক
এনামুল হক বিজয়ের জাতীয় দলে সম্ভাবনা অনেক কম দেখছেন বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর বাংলাদেশ ‘এ’ দল চার দিনের একটি ম্যাচ খেলবে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০২৬ সালে জাতীয় দলের অস্ট্রেলিয়া সফর সামনে রেখে নির্বাচকদের পরিকল্পনা হলো, চার দিনের ম্যাচে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে সুযোগ দেওয়া। এতে তরুণদের সঙ্গে সিনিয়র ক্রিকেটাররাও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

দলে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজের মতো স্পিনার বা ইবাদত হোসেন, নাহিদ রানাদের মতো পেসাররা ভাবনায় থাকলেও রাখা হবে কি না, এখনো সিদ্ধান্ত হয়নি। তবে ওপেনার এনামুল হক বিজয়ের সামনে দুয়ার প্রায় বন্ধ। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘(গত এপ্রিলে) জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে একজন বোলার কম নিয়ে বিজয়কে সুযোগ দিয়েছিলাম। কিন্তু দুই ইনিংসে তেমন কিছু করতে পারেনি। শ্রীলঙ্কার টেস্টেও রাখলাম, ওপেনিংয়ে প্রয়োজনীয় রান পেলাম না তার কাছ থেকে। অস্ট্রেলিয়ায় চার দিনের ম্যাচে বিজয়ের সুযোগ দেখছি না। বিজয় যথেষ্ট সুযোগ পেয়েছে। এবার নতুনদের সুযোগ দিতে হবে।’

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে জাতীয় দলে ফিরেছেন, কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি; গত তিন বছরে অন্তত চারবার এমন ঘটনা ঘটেছে বিজয়ের ক্ষেত্রে। এখন আর ৩২ বছর বয়সী ওপেনারকে তালিকায় রাখতে আগ্রহী নন নির্বাচকেরা। চার দিনের ম্যাচে জায়গা পেতে পারেন মাহমুদুল হাসান জয়, ইফতেখার ইফত, হাসান মুরাদ, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান ও পেসার এনামুল।

Side banner