Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪, ৩ শ্রাবণ ১৪৩১

ডিএমপির এডিসি পদমর্যাদার ৫ কর্মকর্তার পদায়ন

দৈনিক নতুন সংবাদ | নিজস্ব প্রতিবেদক : জানুয়ারি ২৪, ২০২৩, ১০:৪০ পিএম ডিএমপির এডিসি পদমর্যাদার ৫ কর্মকর্তার পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোয়াট টিম, সিটি স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগ, মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. এনামুল হক মিঠু পিপিএমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তেজগাঁও জোনাল টিম, ডিবি-তেজগাঁও বিভাগ, ডিবি-তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন সুমা বিপিএমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর ও প্রশাসন বিভাগ (সংযুক্ত), সিটি স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের সোয়াট টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস. এম শামীমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওয়ারী জোন ও অপারেশনস বিভাগের, অপারেশনস-২ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকতকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মতিঝিল জোন হিসেবে পদায়ন করা হয়েছে।###

Side banner