Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর ১৫ পরিবহন কোম্পানির বাসে ই-টিকিটিং চালু হচ্ছে মঙ্গলবার

দৈনিক নতুন সংবাদ জানুয়ারি ৯, ২০২৩, ০৩:০৪ পিএম রাজধানীর ১৫ পরিবহন কোম্পানির বাসে ই-টিকিটিং চালু হচ্ছে মঙ্গলবার

রাজধানী ঢাকায় যাত্রীবাহী বাসগুলোর মধ্যে নতুন আরও ১৫টি পরিবহন কোম্পানির বাসে ই-টিকিটিং চালু হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) এটি চালু হবে। 

সোমবার (৯ জানুয়ারি) রাজধানীর ইস্কাটনে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে থেকে এ কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। মোহাম্মদপুর, আজিমপুর ও গাবতলি অঞ্চলের ওই ১৫টি কোম্পানিতে বর্তমানে বাস রয়েছে ৭১১টি।

খন্দকার এনায়েত উল্লাহ বলেন, আমরা পরীক্ষামূলকভাবে গত বছরের ২২ সেপ্টেম্বর মিরপুরভিত্তিক ৮ পরিবহন কোম্পানি এবং ১৩ নভেম্বর ২২ পরিবহন কোম্পানিসহ মোট ৩০টি কোম্পানির ১৩ হাজার ৬৪৩টি বাসে ই-টিকিটিং পদ্ধতি চালু করেছি। এর মধ্যে ৩০টি কোম্পানির ৭০ শতাংশ থেকে ৭৫ শতাংশ বাসে ই-টিকিটিং পদ্ধতি কার্যকর হয়েছে।

বাকি গাড়িতে কার্যকর করার লক্ষ্যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির তিনটি ভিজিল্যান্স টিম প্রতিদিন কার্যক্রম পরিচালনা করছে।  সমিতির নিয়োগকৃত স্পেশাল চেকার প্রতিদিন রোডে মনিটরিং করছে। যেসব গাড়ি এখনও নিয়মের মধ্যে আসেনি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যাত্রীদের অভিযোগ ই-টিকিটিংয়ের টিকিটে দূরত্ব অনুযায়ী কি.মি. উল্লেখ নেই। চার্ট তৈরির জন্য আমরা বিআরটিএ-কে অনুরোধ জানিয়েছি। ভাড়ার চার্ট তৈরি হলে আমরা ডিভাইসে কি.মি. উল্লেখ করে দেবো।

আগামীকল মোহাম্মদপুর-আজিমপুর ভিত্তিক যেসব কোম্পানির বাসে ই-টিকিট চালু হচ্ছে সেগুলো হলো: মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ, স্বাধীন লাইন পরিবহন, দেওয়ান এন্টারপ্রাইজ, মালঞ্চ পরিবহন, তরঙ্গ প্লাস ট্রান্সপোর্ট লি., আলিফ এন্টারপ্রাইজ (১) (রুট-এ-১৪১) আলিফ এন্টারপ্রাইজ, অভিনন্দন ট্রান্সপোর্ট লি., বিকাশ পরিবহন, গাবতলী এক্সপ্রেস লি., মেঘলা ট্রান্সপোর্ট কোং লি., ভিআইপি অটো মোবাইলস লি. রমজান আলী এন্টারপ্রাইজ মিডলাইন পরিবহন লি. ও স্বপ্ন পরিবহন লি.। ###

Side banner