ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

তেজগাঁওয়ে নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা 

দৈনিক নতুন সংবাদ | নিজস্ব প্রতিবেদক : জানুয়ারি ১০, ২০২৩, ০৩:৫১ এএম তেজগাঁওয়ে নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা 

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার জুয়েল ইন্ডাস্ট্রিজের একজন বৃদ্ধ নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার নিরাপত্তা কর্মীর নাম হাশেম মিয়া (৬০)। 

সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসেম মিয়াকে ঢামেকে নিয়ে যাওয়া কারখানার কর্মচারী ঝনটু মিয়া বলেন, ‘আমি জুয়েল ইন্ডাস্ট্রিজে কাজ করি। প্রতিদিনের মতো আজ সকাল ৮টায় আমি কারখানায় গেলে কারখানার নিরাপত্তা কর্মী হাসেম মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম বলেন, আমরা ঘটনার বিষয়টি জানতে পেরেছি। আমাদের টিম বিভিন্ন জায়গায় কাজ করছে। আমরা ঘটনাস্থলে এসেছি আরও একটি টিম ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে। ###

Side banner