নলছিটিতে জুমার নামাজের আজান দেওয়ার জন্য অজু করতে গিয়ে পানিতে ডুবে আফজাল খান (৮০) নামে এক বৃদ্ধ মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দেলদুয়ার বাজারসংলগ্ন খালের ঘাটে এ ঘটনা ঘটে।
মৃত আফজাল খান পূর্ব বারইকরণ গ্রামের বাসিন্দা। তিনি দেলদুয়ার বাজারের মুদি ব্যবসায়ী সবুর খানের বাবা।
জানা গেছে, বৃদ্ধ আফজাল খান দেলদুয়ার বাজার মসজিদে আজান দেওয়ার জন্য প্রায়ই ঘণ্টাখানেক আগে বাড়ি থেকে এসে মসজিদে বসে থাকতেন। তিনি বিনা বেতনে ওই মসজিদে মুয়াজ্জিনের কাজ করতেন। শুক্রবার জুমার নামাজের আজান দেওয়ার জন্য তিনি আগেই বাজার মসজিদে আসেন। ওই বাজারের ব্যবসায়ী ছেলে সবুর খান তার বাবাকে মসজিদ এলাকায় দেখতে পান। পরে আর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাজারসংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কুলকাঠি ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, জুমার নামাজের আজান দেওয়ার জন্য অজু করতে বাজারসংলগ্ন খালের ঘাটলায় গিয়ে পা ফসকে খালে পড়ে পানিতে ডুবে তিনি মারা যান।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, তিনি অজু করতে গিয়ে খালের পানিতে ডুবে মারা গেছেন বলে শুনেছি। তবে তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
আপনার মতামত লিখুন :