বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম ফয়সাল আহম্মেদ (৩৪)।
ভুয়া পরিচয়দানকারী এই ব্যক্তির কাছ থেকে বাহিনীটির লোগো ব্যবহৃত ভুয়া আইডি কার্ড, ব্যাগ, পোশাক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে জেলার আড়াইহাজার থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। প্রতারক ফয়সাল নরসিংদী জেলার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ভুয়া পরিচয়দানকারী দীর্ঘ একবছর পূর্বে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীকে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ক্যান্টেলম্যান্টের ওয়ারেন্ট কর্মকর্তা পরিচয়ে সুসম্পর্ক গড়ে প্রেমের ফাঁদে ফেলে। তাদের লম্বা সময়ের সম্পর্কের সুবাদে সর্বশেষ এ মাসের ৯ তারিখ নিজের কর্মস্থল পরিবর্তন হয়ে ময়মনসিংহে বদলির কথা জানান ওই নারীকে। পরে ভুক্তভোগীকে সুকৌশলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ময়মনসিংহ নিয়ে একটি ফ্ল্যাট বাসায় আটকে রেখে ধর্ষণ করেন।
পরবর্তীতে ময়মনসিংহ থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজার নিয়ে আটকে ওই নারীর প্রবাসী স্বামীকে তালাক দেওয়ার চাপ দেন। একপর্যায়ে ভুক্তভোগী নারী নিজে বাঁচার জন্যে নিরুপায় হয়ে মুঠোফোনে বিষয়টি সিদ্ধিরগঞ্জে নিজ পরিবারের সদস্যদের অবহিত করে। এরপর পরিবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের দারস্থ হোন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, সেনা কর্মকর্তা পরিচয় দীর্ঘ সময় ধরে প্রতারণা করে আসছিল গ্রেফতারকৃত আসামি। ইতিপূর্বেও এমন ঘটনা ঘটিয়েছে। আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নারীকে উদ্ধার করার পাশাপাশি আসামিকে গ্রেফতার করে আজ আদালতে পাঠিয়েছি।
আপনার মতামত লিখুন :