পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে জেলা ও দায়রা জজ আদালতে মো. মজিবুর রহমান এ রায় দেন। রায় প্রদানের সময়ে দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন বাকিরা পলাতক রয়েছেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- এজাজ শরীফ (২৭), আক্কাস শরীফ (৫২), সাফায়েত শরীফ (৫২), শেফালী বেগম (৪৫), হেপী বেগম (২৮), লিমা বেগম (২০) এবং দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি এমরান (২৮)। আসামিরা সবাই সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ জুলাই রাতে আবুল কালাম শরীফ (৫৫) আসামিদের বাড়ির পাশ দিয়ে আসছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে ওতপেতে থাকা আসামিরা একত্রিত হয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক আহত করে। আবুল কালাম শরীফকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই হাকিম শরীফ পরের দিন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. ওয়ালিদ হাসান বাবু জানান, সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার এক ব্যবসায়ীকে হত্যা মামলায় আদালত ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন এবং একজনকে ২ বছরের কারাদণ্ড ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেন। ১১ জন আসামির মধ্যে দুই আসামি শিশু হওয়ায় তাদের শিশু আদালতে পাঠানো হয় এবং একজনকে বেকসুর খালাস দেওয়া হয়। একজন আসামি মৃত্যুবরণ করেন। রায় ঘোষণার সময় দুই আসামি সাফায়েত শরীফ ও হেপী বেগম উপস্থিত ছিলেন।
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
আপনার মতামত লিখুন :