বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী বিতর্কিত একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। মূলত ক্ষমতার লোভে অন্ধ হয়ে তারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর এলাকায় মসজিদসমূহের সভাপতি, সাধারণ সম্পাদক, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রিন্স বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম এবং ধর্মীয় মূল্যবোধ ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন। তার প্রতিষ্ঠিত দল বিএনপি কখনো ইসলাম বিরোধী হবে না। বিএনপি ধর্মকর্মে বিশ্বাসী একটি উদার ও গণমুখী রাজনৈতিক দল।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। বরং ইমাম-মুয়াজ্জিনদের চাকরিবিধি প্রণয়ন করে সম্মানজনক বেতনভাতা দেওয়া হবে। সেই সঙ্গে মসজিদের বিদ্যুৎ বিল মওকুফসহ অন্যান্য সমস্যা সমাধানে সংসদে আইন প্রণয়নে ভূমিকা রাখবে বিএনপি। অতীতে বিএনপি সরকারে থাকাকালে মসজিদ-মাদরাসার উন্নয়নে কাজ করেছে। আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে।
স্থানীয় অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে পৌর বিএনপির আহ্বায়ক ও বায়তুল আহাদ জামে মসজিদ কমিটির সভাপতি হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে এবং মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলমগীর আলম বিপ্লবের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্ববায়ক আসলাম মিয়া বাবুল, উত্তর জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম আহ্ববায়ক মওলানা আকবর আলী প্রমূখ।
আপনার মতামত লিখুন :