Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

শিশু সেবায় বিএসএমএমইউয়ের সুনাম 

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট : ডিসেম্বর ২৪, ২০২২, ০৪:৪৩ এএম শিশু সেবায় বিএসএমএমইউয়ের সুনাম 

শিশুদের চিকিৎসা সেবায় আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুনাম রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের শিশু বিভাগের চিকিৎসকরা আন্তর্জাতিকমানের সেবা দিয়ে থাকেন। আমাদের গবেষণা দেশের বাইরেও বেশ সুনাম অর্জন করেছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকে আয়োজিত শিশু বিভাগের ‘ইয়ার বুক-২০২১’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, দেশের স্বাস্থ্যসেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশ্ববিদ্যালয়ের শিশু স্বাস্থ্য সেবাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আন্তর্জাতিক অঙ্গনে এ শিশু বিভাগের সেবা ও গবেষণায় সুনাম আরও বাড়ানোর জন্য গবেষণাও বাড়াতে হবে। 

গবেষণায় গুরুত্বারোপ করে শারফুদ্দিন আহমেদ বলেন, শুধু প্রমোশনের জন্য গবেষণা নয়, বিশ্ববিদ্যালয় ও দেশের মানুষের জন্য প্রত্যেক ফ্যাকাল্টিকে প্রতিবছর অন্তত একটি গবেষণাপত্র জমা দিতে হবে। গবেষণায় আগ্রহী করার জন্য বর্তমান প্রশাসন নানামুখী উদ্যোগ নিয়েছে। আশা করি এ উদ্যোগে সবাই সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু অনুষদের ডিন ও শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সুরাইয়া বেগম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাসহ শিশু অনুষদ, বিভিন্ন বিভাগের শিক্ষক চিকিৎসকরা। ###

Side banner