ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

তুরস্কের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার, যা বললেন এরদোগান

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ আগস্ট ২৮, ২০২৫, ০৪:৪৪ পিএম তুরস্কের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার, যা বললেন এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এবার নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের গুরুত্বের ওপর জোর দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 

বুধবার (২৭ আগস্ট)  আঙ্কারায় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান আসেলসানের নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি বলেন, ‘যে দেশ নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে না, তারা বর্তমান চ্যালেঞ্জের মুখে ভবিষ্যতের দিকে আত্মবিশ্বাসের সঙ্গে তাকাতে পারবে না।’

এরদোগান বলেন, ‘ আমরা আমাদের বীর সেনাবাহিনীকে ৪৭টি যানবাহন সমন্বিত স্কাই ডোম সিস্টেম দিচ্ছি, যার মোট মূল্য ৪৬০ মিলিয়ন ডলার। এটি বন্ধুদের আত্মবিশ্বাস দেবে, আর শত্রুদের মনে ভীতি জাগাবে।’

তিনি আরও বলেন, স্টিল ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে তুরস্ক বিমান প্রতিরক্ষায় ‘এক ভিন্ন পর্যায়ে’ প্রবেশ করছে। 

মাঝারি পাল্লার তিনটি হিসার প্রতিরক্ষা ব্যবস্থা এবং মোট ২১টি অতিরিক্ত যানবাহন যুক্ত হওয়ায় তুরস্কের মাঝারি পাল্লার প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী হবে বলেও তিনি উল্লেখ করেন।

মিত্রদের জন্যও প্রতিরক্ষা প্রযুক্তি উন্মুক্ত

এরদোগান এ সময় জানান, তুরস্ক তার প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তি বন্ধু ও মিত্রদের জন্য উন্মুক্ত করছে এবং একইসঙ্গে কূটনৈতিক কার্যকারিতাও বাড়াচ্ছে। 

তিনি আরও বলেন, আসেলসান স্টিল ডোম–এর মেরুদণ্ড গড়ে তুলছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কমান্ড ও কন্ট্রোল সফটওয়্যার দিয়ে, যা মাঠের সব সিস্টেমকে সমন্বিতভাবে ও তাৎক্ষণিকভাবে পরিচালনা করবে।

এর ফলে শত শত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একক সিস্টেমের মতো কাজ করবে।

প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতা

অনুষ্ঠানে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিব হালুক গোরগুন জানান, বর্তমানে প্রতিরক্ষা শিল্পে স্থানীয়করণের হার ৮৩ শতাংশে পৌঁছেছে এবং বার্ষিক ৭.৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়সহ ১৮৫ দেশে ব্যবহারকারী নেটওয়ার্ক তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘ যে ওগুলবে টেকনোলজি বেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো, এটি হবে ভবিষ্যতের কমান্ড ও কন্ট্রোল সিস্টেম, উন্নত যোগাযোগ নেটওয়ার্ক, কোয়ান্টাম প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিরক্ষা অ্যালগরিদম উন্নয়নের কেন্দ্র।’

আসেলসানের বিনিয়োগ

আসেলসানের প্রধান নির্বাহী আহমেত আকইয়ল বলেন, ‘ আমরা এক ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছি। আমরা নতুন ওগুলবে ক্যাম্পাসে ৬,৫০০ একর জায়গাজুড়ে ১.৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ শুরু করছি।’ সূত্র: আনাদোলু

Side banner