মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে তার ডেপুটি জেডি ভ্যান্স বিশ্বাস করেন, যে কোনো ‘ভয়াবহ ট্র্যাজেডি’ ঘটলে তিনি যুক্তরাষ্ট্রের ‘কমান্ডার-ইন-চিফের’ দায়িত্ব নিতে প্রস্তুত।
তবে ট্রাম্প হোয়াইট হাউসে তার চার বছরের মেয়াদ পূর্ণ করার মতো ‘ভালো অবস্থায়’ আছেন বলেও আশ্বস্ত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
সংবাদমাধ্যম ইউএসএ টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্যের কোনো সমস্যা নেই। তিনি বাকি মেয়াদও দায়িত্ব পালন করবেন এবং আমেরিকান জনগণের জন্য দারুণ কাজ করবেন।’
একই সঙ্গে তিনি বলেন, ‘তবে ঈশ্বর না করুন যদি কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটে, আমি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের জন্য প্রস্তুত। গত ২০০ দিনে আমি যে অভিজ্ঞতা পেয়েছি, তা প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য যথেষ্ট।’
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্পের হাতে একটি ‘বড় আঘাতের চিহ্ন’ দেখা যাওয়ার কথা জানায় বিভিন্ন গণমাধ্যম। মূলত এরপরই মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে নানা আলোচনা শুরু হয়। আর তার মধ্যেই ভ্যান্সের এই মন্তব্য এলো।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, এটি মূলত ঘন ঘন ও শক্ত করে হাত মেলানোর কারণে, সঙ্গে অ্যাসপিরিন সেবনের প্রভাবে হয়েছে। জুলাই থেকেই ওই দাগ দেখা যাচ্ছিল, যা মেক-আপ দিয়ে ঢেকে রাখা হয়েছিল।
লেভিট আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন যত মানুষের সঙ্গে হাত মেলান, ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট এতটা করেননি। তিনি তার অঙ্গীকারে অনড়, তিনি প্রতিদিনই সেটার প্রমাণ দেন।’
জানুয়ারিতে, ৭৮ বছর সাত মাস বয়সে শপথ নেওয়া ট্রাম্প ছিলেন মার্কিন ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। তার পূর্বসূরী জো বাইডেন ২০২১ সালে যখন দায়িত্ব নেন, তখন তার বয়স ছিল ৭৮ বছর দুই মাস।
আপনার মতামত লিখুন :