ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

৩ দিনের রিমান্ডে সাবেক সংসদ সদস্য সেলিম

দৈনিক নতুন সংবাদ আগস্ট ১১, ২০২৫, ০১:০৩ পিএম ৩ দিনের রিমান্ডে সাবেক সংসদ সদস্য সেলিম

রাজধানীর লালবাগ থানার খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান সেলিমকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ আগস্ট) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াক এ আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ সেলিমকে হাজির করে সাতদিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়। 

গত বছরের ১৩ নভেম্বর গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলাইমান সেলিমরক গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হাজি সেলিমপুত্র সোলাইমান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। এর আগে তার বাবা হাজি সেলিম গত ১ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার হন।

Side banner