নির্বাচন কমিশনের জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের বিষয়ে চলমান কার্যক্রমের প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে পর্যালোচনা ও সমন্বয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করে কমিটির করা হয়েছে।
কমিটিতে সদস্য সচিব হিসেবে আছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মো. জকোরিয়া, সাবেক উপ সচিব মো. সামসুল আলম ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা।
আপনার মতামত লিখুন :