ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

কায়সার কামালের সহযোগিতায় চোখের আলো ফিরে পেলেন ৪৫০ জন

দৈনিক নতুন সংবাদ আগস্ট ২৯, ২০২৫, ১০:৩২ এএম কায়সার কামালের সহযোগিতায় চোখের আলো ফিরে পেলেন ৪৫০ জন

মানবিক উদ্যোগ হিসেবে ১১ ধাপে ৪৫০ জনের চোখের অপারেশন করিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চিকিৎসার অভাবে অন্ধত্বের দ্বারপ্রান্তে থাকা এমন অসংখ্য দুস্থ-অসহায় মানুষকে আলো দেখানোর এই মানবিক উদ্যোগ নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ১১তম ধাপে ২১ জনের অপারেশন সম্পন্ন হয়। এরমধ্যে ৯ জন নারী এবং ১২ জন পুরুষ।

জানা যায়, ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পাচ্ছেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সাধারণ মানুষ। শুধু অপারেশন নয়, রোগীদের থাকা-খাওয়া, যাতায়াত, ওষুধসহ সব খরচও বহন করছেন ব্যারিস্টার কায়সার কামাল নিজে। এই কাজে স্থানীয় বিএনপির স্বেচ্ছাসেবীরা বাসযোগে হাসপাতালে পৌঁছে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এই উদ্যোগের অংশ হিসেবে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে একটি ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন রোগীর ছানি অপারেশনের জন্য তালিকা প্রস্তুত করা হয়। ইতোমধ্যে ৪৫০ জনের অপারেশন সম্পন্ন হয়েছে এবং তারা সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করছেন। পর্যায়ক্রমে বাকি রোগীদের অপারেশন সম্পন্ন করা হবে। তারও আগে প্রায় ৪০০ এর অধিক মানুষ চোখের আলো ফিরে পেয়েছে কায়সার কামালের সহযোগিতায়।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা মানুষের চোখে আলো ফেরানোর মানবিক উদ্যোগ হাতে নিয়েছি। আজ ময়মনসিংহের বিএনএসবি হাসপাতালে দুর্গাপুরের বিভিন্ন ইউনিয়নের ২১ জন রোগীর চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্যদিয়ে এখন পর্যন্ত ৪৫০ জন চোখের আলো ফিরে পেয়েছে। এখন তারা নতুন করে আলো দেখবে, জীবনের সৌন্দর্য উপভোগ করবে। তাদের প্রত্যেককে প্রয়োজনীয় চশমা ও পরবর্তী চিকিৎসা দেওয়া হবে। এখনও ৪৮১ জন রোগীর অপারেশন বাকি রয়েছে। ইনশাআল্লাহ ধাপে ধাপে সবার চোখের আলো ফেরাতে আমরা কাজ চালিয়ে যাব।

Side banner