জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে একের পর এক অবৈধ নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে সেগুলোকে বৈধতা দেওয়া এবং কার্যক্রম নিষিদ্ধ একটি দলের পক্ষে ঝাণ্ডা ধরার অভিযোগ এনে এই দাবি জানিয়েছেন তিনি।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠকের পর গণমাধ্যমকে এ তথ্য জানান জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গুম কমিশনের প্রতিবেদন আমলে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে এনসিপি। আদীব বলেন, গুম স্পষ্টভাবে উল্লেখ করেছে, গত ১৫ বছর ধরে যেসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম-খুন হয়েছে সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে। আমরা সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি করেছি, সরকার গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় যেসব সংস্থার সদস্যরা এ ধরনের অভিযোগে অভিযুক্ত, তাদের বিরুদ্ধে যেন সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করে।
এদিকে জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন যেন গণপরিষদ নির্বাচন হয়, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে ৫৪ বছরের যে রাজনৈতিক সংকট, যে একক ব্যক্তিকেন্দ্রিক, স্বৈরতান্ত্রিক যে মনোভাব এবং কাঠামো গড়েছে, সেটার স্থায়ী সমাধানের জন্য গণপরিষদ নির্বাচন হতে হবে এবং সেটার মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করা হবে।
এছাড়া সাম্প্রতিক সময়ে আসনের সীমানা বিষয়ক নির্বাচন কমিশনের এক শুনানিতে হট্টগোলের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমরা ইসির সক্ষমতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন রেখেছি।
আপনার মতামত লিখুন :