ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

বিএনপির সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন চরমোনাই পীর

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ আগস্ট ৩১, ২০২৫, ০৯:২৫ পিএম বিএনপির সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন চরমোনাই পীর
চরমোনাই পীর

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের (২০২৪) ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। পট পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে দেশে এখন নির্বাচনি হাওয়া বইছে। এমন প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে লড়াইয়ে নিজেরা প্রস্তুত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশও এই নির্বাচনে অংশ নিতে সব ধরনের প্রস্তুতি শুরু করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পিআর, বিচার, সংস্কার, ইসলামি রাজনীতি, এক বাক্সে ইসলামপন্থিদের ভোট, বিএনপির সঙ্গে সমঝোতা ও জামায়াতের সঙ্গে জোট এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেছে যুগান্তর। তার সাক্ষাতকারটি নিয়েছেন তোফায়েল গাজালি।

চরমোনাই পীরের কাছে প্রশ্ন ছিল- বিএনপির সঙ্গে আপনাদের একটি সমঝোতা বা ১০ দফা সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল, সেটার খবর কী? জবাবে তিনি বলেন, ‘সেটা ছিল একটা বোঝাপড়া। সেই বৈঠকের উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের বিচার, সংস্কার, নতুন ফ্যাসিবাদের উত্থান রোধ করা এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে সৌহার্দ্য বজায় রাখা। আমাদের দিক থেকে আমরা এখনো সেই বোঝাপড়ার মধ্যেই আছি। আমি মনে করি, বিএনপিও সেই বোঝাপড়ায় অটল রয়েছে। আমরা চেয়েছি, সংস্কারের মাধ্যমে এমন এক সাংবিধানিক, রাজনৈতিক ও নির্বাচনি বন্দোবস্ত তৈরি করা হোক, যেন আগামীতে নতুন করে আর দেশে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি না হয়। এ ক্ষেত্রে বিএনপির অবস্থান আমাদের কষ্ট দিয়েছে। জাতিকে হতাশ করেছে।’

তিনি আরও বলেন, ‘আরেকটা বিষয় না বললেই নয়, বিএনপির এক সমাবেশ থেকে আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার করা হয়েছে। অকথ্য ও সহিংস স্লোগান দেওয়া হয়েছে। আমাদের হুমকিও দেওয়া হয়েছে। আমরা এটা প্রত্যাশা করিনি। আরও হতাশাজনক বিষয় হলো, যারা এ রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজ করল- তাদের ব্যাপারে বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টা আমাদের দুই দলের শীর্ষ নেতৃত্বের যে সমঝোতা রয়েছে, তার সঙ্গে সাংঘর্ষিক।’

Side banner