ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

রেকর্ড গড়েছে গুগলও

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট : ডিসেম্বর ২২, ২০২২, ০৩:৪৪ এএম রেকর্ড গড়েছে গুগলও

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল ম্যাচ চলাকালে গত ২৫ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ সার্চের রেকর্ড গড়েছে গুগল। কাতারে ফিফার ফাইনাল ম্যাচের সময় এযাবৎকালের সর্বোচ্চ ট্রাফিক ছিল গুগলের।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় গুগল সার্চের এই রেকর্ডের তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। টুইটে পিচাই বলেছেন, ‘এটা এমন যেন পুরো পৃথিবী একটি বিষয় সম্পর্কে খোঁজ করছে।’

লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে লিওনেল মেসি নেতৃত্বাধীন আর্জেন্টিনা। বিশ্বের কোটি কোটি মানুষ এই ম্যাচের দিকে নজর রাখছিলেন। ফলে খেলা ও খেলোয়াড়দের সম্পর্কে তথ্য জানতে গুগলে ছিলেন কোটি কোটি মানুষ। এই খেলাকে কেন্দ্র করেই গুগল রেকর্ড গড়ল। তবে ঠিক কতসংখ্যক মানুষ বিশ্বকাপ নিয়ে গুগলে সার্চ করেছিলেন এর সঠিক কোনো পরিসংখ্যান প্রকাশ করেননি সুন্দর পিচাই।

সূত্র : এনডিটিভি

Side banner