Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজায় বিএনপি নেতা

দৈনিক নতুন সংবাদ | নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ডিসেম্বর ২২, ২০২২, ০১:৪০ এএম হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজায় বিএনপি নেতা

হাতে হাতকড়া আর পায়ে ডান্ডাবেরি নিয়েই মায়ের জানাজায় অংশ নিয়েছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম খান। এই ঘটনা নিয়ে সমালোচনা চলছে দেশজুড়ে।

বুধবার (২১ ডিসেম্বর) আলী আজমের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, এলাকায় থমথমে ভাব। আলী আজমের ভাই আতাউর রহমান জানান, গত ২৯ নভেম্বর কালিয়াকৈর থানার একটি রাজনৈতিক মামলায় বিএনপি নেতা আলী আজম খানকে গত ২রা ডিসেম্বর গ্রেফতার করে কালিয়াকৈর থানা পুলিশ। তিনি মামলায় এজাহার ভুক্ত আসামী নয়।

আলী আজম আরও বলেন, মায়ের শেষ ইচ্ছা ছিল আলী আজম ভাই যেন তার নামাজে জানাজা পড়ায়। মৃত্যুর আগে মায়ের কথামত মায়ের জানাজা পড়ার জন্য তিনি প্যারোলে মুক্তি পেয়ে আমাদের গ্রামের বাড়িতে আসেন। তবে জানতাম না ভাইয়ের এ করুণ অবস্থায় এলাকায় আসতে হবে। তিন ঘন্টার জন্য মুক্তি পেলেও তিনি মাত্র এক ঘন্টার মত ছিলেন। মায়ের মাটি দেওয়ার পরই পুলিশ তাকে নিয়ে যায়। জেলা প্রশাসক বরাবর আবেদন করলে তাকে প্যারোলে মুক্তি দেয়া হয়। কিন্তু তিনি জানাজার নামাজ পড়ানোর সময় তার হাতকড়া ও ডান্ডাবেরি খুলে দিতে বললেও পুলিশ খুলে দেয়নি। ###

Side banner