ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

‘বাংলাদেশে গিয়ে সিরিজ হারা উচিত হয়নি’

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ আগস্ট ৫, ২০২৫, ০৯:৪৮ পিএম ‘বাংলাদেশে গিয়ে সিরিজ হারা উচিত হয়নি’

গত মাসে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় পাকিস্তান ক্রিকেট দল। সেপ্টেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের আগে দলের এমন বাজে পারফরম্যান্সে হতাশ সাবেক তারকারা।

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেছেন, ‘আমাদের ক্রিকেট অনেকটা অধারাবাহিক...। আমরা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে যে ম্যাচগুলো হেরেছি এগুলো হেরে যাওয়া উচিত হয়নি। আমাদের অধিনায়ক হয়ত ভালো আছে কিন্তু তিন ফরম্যাটেই খেলে যাওয়া সহজ ব্যাপার নয়। আমাদের প্রতিভা আছে কিন্তু আমরা সঠিক এখনো সঠিক সিদ্ধান্ত নিচ্ছি না।’

বাংলাদেশ সফর শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সেখান থেকে আমিরাত গিয়ে সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানকে সঙ্গে নিয়ে শারজাহতে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। 

পাকিস্তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এশিয়া কাপে ভারতকে মোকাবেলা করা। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে একে অপরের বিপক্ষে খেলবে তারা। আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে ভারতের সঙ্গে যেন পেরেই উঠতে পারে না পাকিস্তান।

রশিদ লতিফের চাওয়া অবশ্য, কোনো সমস্যা ছাড়া এশিয়া কাপ শেষ হওয়া। তিনি বলেন, ‘১৪ সেপ্টেম্বর ভারতকে মোকাবেলা করা ভারতের জন্য কঠিন একটা চ্যালেঞ্জ হবে। আমি শুধু আশা করি এশিয়া কাপটা কোনো সমস্যা ছাড়া ভালোভাবে শেষ হোক।’

Side banner