হংকংকে বিধ্বস্ত করে দুর্দান্ত এক জয় দিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচেই সব ওলট-পালট। শ্রীলঙ্কার কাছে করুণ হারে যেন খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে লিটন দাসের দল। এখন আর পেছনে ফেরার সুযোগ নেই। আজ (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এ ম্যাচই ঠিক করে দেবে টুর্নামেন্টে বাংলাদেশের ভাগ্য। বাঁচা মরার এই ম্যাচে বাংলাদেশের একাদশ নিয়ে চলছে জল্পনা।
লঙ্কানদের বিপক্ষে হারের পর একাদশে বড়সড় পরিবর্তনের আভাস মিলেছে। আগের ম্যাচে বিশ্রামে থাকা তাসকিন আহমেদ ফিরছেন একাদশে। বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে তাই আজ বসে থাকতে হতে পারে। তাসকিনের সঙ্গে পেস আক্রমণে দেখা যাবে মুস্তাফিজুর রহমান ও উদীয়মান তানজিম সাকিবকে।
ব্যাটিং লাইনআপ বরাবরের মতোই চিন্তার কারণ। বিশেষ করে টপ অর্ডারের ব্যর্থতাই শ্রীলঙ্কার বিপক্ষে ভরাডুবির বড় কারণ। তাই আজ একাদশে জায়গা পেতে পারেন সাইফ হাসান ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। বাদ পড়ার শঙ্কায় আছেন তাওহিদ হৃদয় ও তানজিদ তামিম। এদিকে রিশাদ হোসেন দুই ম্যাচে ভালো করতে পারেননি। আজ তাকে বসিয়ে একাদশে নাসুম আহমেদকে আনা হতে পারে।
বাংলাদেশের মতো আফগানিস্তানও হংকংকে হারিয়েছে। তবে নেট রান রেটে অনেকটাই এগিয়ে আছে রশিদ-নবীদের দল। তাই আজ শুধু জয় নয়, জয়ের ব্যবধানও হতে হবে চোখে পড়ার মতো। না হলে বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই।
সব আলো আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাঁচা-মরার এই লড়াই। বাংলাদেশের জন্য এটা শুধুই একটা ম্যাচ নয়, এটা টিকে থাকার লড়াই, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই, আর সমর্থকদের মুখে হাসি ফিরিয়ে দেওয়ার লড়াই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ- তানজিদ হাসান তামিম/সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়/নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
আপনার মতামত লিখুন :