বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর আমদানি করা মালামাল খালাসে HS Code বা পণ্যের বর্ণনায় ভিন্নতা দেখা দিলে, যাতে দ্রুত সমাধান হয় এবং পণ্যচালান আটকে না থাকে, সে লক্ষ্যে নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার বিস্তারিত জানানো হয়।
এনবিআর বলেছে, বন্ড লাইসেন্স বা প্রাপ্যতা শীট এবং আমদানি ঘোষণায় দেওয়া HS Code (হারমোনাইজড সিস্টেম কোড) কিংবা পণ্যের বর্ণনার সঙ্গে কাস্টমস কর্তৃপক্ষের নির্ধারিত কোড বা বর্ণনার অনেক সময় মিল থাকে না। ফলে শুল্কায়ন প্রক্রিয়ায় সমস্যা হয় এবং রফতানির জন্য নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণ ব্যাহত হয়। এতে শুধু ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় না, বিদেশি ক্রেতাদের কাছেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে এনবিআর যে নতুন নির্দেশনা দিয়েছে, তার মূল বিষয় হচ্ছে—যদি ঘোষিত HS Code ও কাস্টমস কর্তৃক নির্ধারিত HS Code-এর প্রথম চার ডিজিট বন্ড লাইসেন্সে অন্তর্ভুক্ত কোডের প্রথম চার ডিজিটের সঙ্গে মিলে যায়, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান একটি অঙ্গীকারনামা দিয়ে দ্রুত পণ্যচালান খালাস করতে পারবে।
অন্যদিকে, যদি কাস্টমস কর্তৃপক্ষ সম্পূর্ণ ভিন্ন HS Code নির্ধারণ করে, তাহলে সেই HS Code বন্ড লাইসেন্সে সংযুক্ত করতে হবে। এ ক্ষেত্রে ‘Customs Bond Management System (CBMS)’ ব্যবহারের মাধ্যমে বিষয়টি প্রক্রিয়াকরণ করতে হবে। একই সঙ্গে এ প্রক্রিয়া শেষ করে সর্বোচ্চ দুই কার্যদিবসের মধ্যে পণ্য খালাস করতে হবে।
এনবিআর জানিয়েছে, এ ধরনের সমস্যা আগে প্রায়ই দেখা যেত। ফলে পণ্য বন্দরে আটকে থাকত, খালাসে দীর্ঘ সময় লাগত এবং রফতানিকারক প্রতিষ্ঠানকে বাড়তি খরচ গুনতে হতো। অনেক সময় বিদেশি ক্রেতারা সময়মতো পণ্য না পেয়ে চুক্তি বাতিল করতেন বা মূল্যছাড় দাবি করতেন।
নতুন নির্দেশনার ফলে এসব সমস্যা কমবে বলে আশা করছে এনবিআর। তারা বলছে, নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বন্ডেড প্রতিষ্ঠানগুলোর রফতানি কার্যক্রম আরও দ্রুত ও সাশ্রয়ী হবে। এতে দেশের রফতানি প্রবৃদ্ধি বাড়বে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে ইতিবাচক প্রভাব পড়বে।
এনবিআরের নির্দেশনায় আরও বলা হয়েছে, কাস্টমস কর্তৃপক্ষকে এই নির্দেশনা যথাযথভাবে কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকেও দ্রুততার সঙ্গে প্রক্রিয়া সম্পন্ন করে পণ্য খালাস নিশ্চিত করতে হবে।
আপনার মতামত লিখুন :