চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভোট উৎসব। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, শেষ হবে বিকেল চারটায়।
এদিকে প্রার্থীরা ঘুরছেন কেন্দ্রে কেন্দ্রে এবং শিক্ষার্থীদের সঙ্গে করছেন কুশল বিনিময়। এর মধ্যে কারও কারও প্রচারণা নজর কাড়ছে শিক্ষার্থীদের।
ভোটগ্রহণ শুরুর আগেই কেন্দ্রে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। প্রথম উদয়ন স্কুল কেন্দ্র কিছুক্ষণ অবস্থান করেন, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র এবং ইউল্যাব স্কুল কেন্দ্র ঘোরেন। পরে অন্যান্য কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় নারী শিক্ষার্থীদের সালাম দিয়ে আবিদুল ইসলাম বলেন, ‘আপু দোয়ায় রাখবেন।’
এর আগে সাতটা ৪০ মিনিটের দিকে আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, এখনো ভোটদান শুরু হয়নি। ভোটগ্রহণ শুরু হোক, তাহলে বোঝা যাবে পরিস্থিতি কেমন। বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় আমরা ভোটাধিকার হরণের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। শিক্ষার্থীদেরকে আহ্বান ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসবেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা সকাল সকাল ভোট দিতে কেন্দ্র এসেছেন। এটি গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত। দীর্ঘ গণতন্ত্রের দ্বার উন্মোচন হচ্ছে। ভোটাধিকারের সুযোগ হচ্ছে। শিক্ষার্থীরা বিবেক দিয়ে যথাযথ নেতৃত্ব বেছে নেবে।
আপনার মতামত লিখুন :