ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

ফকিরাপুলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৯:৪০ পিএম ফকিরাপুলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

রাজধানীর ফকিরাপুলের কালভার্ড রোডে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাইদুল আলম সিফার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিফার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সোনাপুর গ্রামের মাসুদ আলমের ছেলে। বর্তমানে ওয়ারির র‍্যাংকিং স্ট্রিট এলাকায় ভাড়া থাকতেন। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ (বিএনএমপিসি) থেকে এইচএসসি পাশ করেছিল সিফার। এলএলবি পড়ার উদ্দেশ্যে সামনে ‘ল’ কলেজে ভর্তির কথা ছিল।

পথচারী শরিফুল ইসলাম জানান, গতকাল রাতে ওই যুবকটি ফকিরাপুল কালভার্ড রোড দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে সাইট দিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন ওই যুবক। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই যুবকটি আর বেঁচে নেই।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।

Side banner