ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা যাওয়া চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের খোঁজখবর নিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং জিএস এস এম ফরহাদ। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।
এ ছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে এই পরিবারের হাতে দুই লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে ছাত্রশিবিরের পক্ষ থেকে ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এম এম ফরহাদসহ অন্যরা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান ডাকসুর জিএস এম এম ফরহাদ।
পোস্টে এস এম ফরহাদ বলেন, ‘ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর। চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে’—
“‘আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখব, আদর করব।”
অবুঝ শিশুর মুখে এমন ভারী কথা!’
‘আমরা পরিবারের সাথে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লক্ষ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকব। বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য দোয়া চাই।’
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর বেলা দেড়টার দিকে কার্জন হল এলাকায় লাইভ চলাকালে তিনি অচেতন হয়ে পড়েন সাংবাদিক তরিকুল শিবলী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :