ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার ভরাডুবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বতর্মানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ।
তিনি বলেন, ঘটনাস্থল এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে নির্মাণকাজ চলছে। এ কারণে মহাসড়কের এক পাশ বন্ধ থাকায় অপর পাশ দিয়ে যান চলাচল করছে। এ সময় নেত্রকোণাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস পাশ কাটতে গিয়ে সংর্ঘষের শিকার হয়।
আপনার মতামত লিখুন :