ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

ছাড়পত্র পেল আরও তিন শিক্ষার্থী, হাসপাতালে ১৩ জন

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৯:১৯ পিএম ছাড়পত্র পেল আরও তিন শিক্ষার্থী, হাসপাতালে ১৩ জন

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও তিন শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মাইলস্টোন কলেজের শিক্ষার্থী আলভীরা (১০), সামিয়া (১০) ও নুসরাত (১২) চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

ডা. শাওন আরও জানান, এখন পর্যন্ত এ ঘটনায় মোট ২৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। দগ্ধদের অনেকেই সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এ দুর্ঘটনায় ইনস্টিটিউটে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানান আবাসিক সার্জন।

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন কলেজের একাধিক শিক্ষার্থীসহ বহু মানুষ দগ্ধ হন। এরপর তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

Side banner