ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

রাজধানীতে পৃথক ঘটনায় নারীসহ তিন লাশ উদ্ধার

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৯:১৬ পিএম রাজধানীতে পৃথক ঘটনায় নারীসহ তিন লাশ উদ্ধার

রাজধানীতে পৃথক তিনটি স্থানে নারীসহ তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত হাজারীবাগ, মধ্যবাড্ডা ও মান্ডা এলাকা থেকে এসব লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার দিপুর দিঘীপুরের বাসিন্দা মোহাম্মদ মিলন মিয়ার ছেলে রেজওয়ান ইসলাম রফিক (২২), সাতক্ষীরা উপজেলার সুলতানপুরের মৃত আঞ্চনি সরদারের ছেলে উজ্জ্বল সরদার (৫৫) এবং দক্ষিণ বাসিন্দা আনোয়ারুল ইসলামের মেয়ে আফরিন সুলতানা দিবা (২৪)।

হাজারীবাগ থানার এসআই শফিকুল ইসলাম জানান, বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাজারীবাগ এলাকার একটি বাড়ির পঞ্চম তলার কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রেজওয়ান ইসলাম রফিকের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে, রেজওয়ান একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিছুদিন আগে চাকরি হারিয়ে মানসিকভাবে অস্থির ছিলেন।

অপর ঘটনা, বাড্ডা থানার এসআই হাফিজুর রহমান জানান, বুধবার (১০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে মধ্য বাড্ডার একটি বাসা থেকে উজ্জ্বল সরদারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। 

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, উজ্জ্বল বর্তমানে বেকার ছিলেন। সবার অগোচরে ড্রয়িংরুমে জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

এদিকে, মুগদা থানার এসআই মারুফ কামাল জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে মান্ডা এলাকার একটি বাড়ি থেকে আফরিন সুলতানা দিবার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনটি ঘটনার প্রতিটি ক্ষেত্রেই পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করছে। তবে সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Side banner