ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

মিরপুর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও ম্যাগাজিনসহ যুবক গ্রেফতার

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৯:৫৫ পিএম মিরপুর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও ম্যাগাজিনসহ যুবক গ্রেফতার

থানা থেকে লুট হওয়া অস্ত্র ও ম্যাগাজিনসহ মো. আবু হানিফ (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ম্যাগাজিন ও একটি পিস্তল উদ্ধার করা হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে মিরপুরের পশ্চিম মনিপুর মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আবু হানিফকে গ্রেফতার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রটি গত বছরের ৫ আগস্ট মিরপুর মডেল থানা থেকে লুট হয়েছিল। 

মিরপুর মডেল থানা সূত্র জানায়, পশ্চিম মনিপুর মোল্লাপাড়া এলাকায় কতিপয় দুষ্কৃতকারী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় একটি ম্যাগাজিনসহ আবু হানিফকে গ্রেফতার করা হয়। 

থানা সূত্রে আরও জানা যায়, পরে একই দিনে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জের তাড়াইলের দাউদপুর এলাকায় হানিফের বাড়িতে অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা হয়েছে। 

Side banner