ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন সুষ্ঠু ও আনন্দমুখর করার আহ্বান চরমোনাই পীরের

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৯:৫০ পিএম ডাকসু নির্বাচন সুষ্ঠু ও আনন্দমুখর করার আহ্বান চরমোনাই পীরের

ডাকসু নির্বাচনকে দেশের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রশাসনের প্রতি সুষ্ঠু, অবাধ ও আনন্দমুখর নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সোমবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। 

চরমোনাই পীর বলেন, ‘ডাকসু নির্বাচন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এর প্রভাব ও তাৎপর্য বাংলাদেশের ইতিহাসে অপরিসীম। আগামী নির্বাচনের মাধ্যমে আগামী রাজনীতির চারিত্রিক ও সাংস্কৃতিক যাত্রাপথ স্পষ্ট হবে।” 

রেজাউল করীম বলেন, “আমরা চাই, ডাকসু নির্বাচন আমাদের জন্য একটি মডেল হয়ে উঠুক। প্রশাসন যেন এই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং আনন্দমুখর করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে। গোপন ও গোয়েন্দা তথ্য যথাযথভাবে কাজে লাগানো হোক, যাতে কোনো  অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।” 

ইসলামী আন্দোলনের আমির বলেন, রাজবাড়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও হাটহাজারী কেন্দ্রের নির্বাচনে প্রশাসনের ভূমিকা দেখে আশঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেন, “প্রশাসন যেন অঘটন ঘটার আগেই সক্রিয়ভাবে তা প্রতিরোধ করে। অঘটন ঘটার পর হম্বিতম্বি করার কোনো অর্থ নেই।”

“ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার ওপর মূল গুরুত্ব থাকা উচিৎ। সেই দৃষ্টিকোণ থেকে ডাকসু শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষার দায়িত্ব পালন করবে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে।” বলেন রেজাউল করীম। 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সমর্থিত ডাকসু নির্বাচনে অংশ নেওয়া প্যানেলের পক্ষে শিক্ষার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান চরমোনাই পীর।

Side banner