ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

যারা দুর্নীতি করেছে তাদের লজ্জা হওয়া উচিত: দুদক কমিশনার

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৮:২০ পিএম যারা দুর্নীতি করেছে তাদের লজ্জা হওয়া উচিত: দুদক কমিশনার

দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন, প্রয়োজনের তুলনায় বেশি প্রাপ্তির আশায় মানুষকে প্যাঁচে ফেলে যারা দুর্নীতি করেছে, তাদের লজ্জা হওয়া উচিত।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা মাঝে মাঝে এসি রুমে বসে ভুলে যান সেবাগ্রহীতা যারা, তারা রাষ্ট্রের মালিক। তাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’-প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতিবাজদের ধরতে এবং তাদের তথ্য নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) শেরপুরে প্রকাশ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টার দিকে শেরপুর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা প্রশাসক তরফদার মাহমুদর রহমানের সভাপতিত্বে গণশুনানির আয়োজন করেন শেরপুর ও জামালপুর জেলার সমন্বিত দুদক কার্যালয়।

এতে প্রধান অতিথি ছিলেন ‘দুদক’-এর কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ বিভাগের পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঞা প্রমুখ।

এ সময় জেলার সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুস, দুর্নীতি বা হয়রানির শিকার অনেক সেবাগ্রহীতা গণশুনানিতে তাদের অভিযোগ তুলে ধরেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা তাদের স্ব স্ব অভিযোগের জবাব দেন। একই সঙ্গে অভিযুক্তদের বিষয়ে তাৎক্ষণিক তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেন দুদক কমিশনার।

শেরপুরের ২৮টি সরকারি ও বেসরকারি দপ্তরের বিরুদ্ধে ১২৮টি অভিযোগ দেন সেবাগ্রহীতারা। অভিযোগগুলো আমলে নিয়ে গণশুনানি চলে এবং সংশ্লিষ্ট দপ্তর প্রধানরা তাৎক্ষণিক সমাধানসহ স্বল্প সময়ের মধ্যে নিষ্পত্তির আশ্বাস দেন।

Side banner