জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ২০২৩ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হচ্ছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)। আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। আর পুনর্মূল্যায়নের জন্য প্রতি বিষয়ে ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এনব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করতে হবে। একইসঙ্গে ডাউনলোড করা পে-স্লিপ ব্যবহার করে কাছের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফি জমা দিতে হবে। উত্তরপত্র পুনর্মূল্যায়ন ফি প্রতিপত্র (প্রতিটি বিষয়) ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং (নগদ, বিকাশ, রকেট), ক্রেডিট বা ডেবিট কার্ড (ভিসা, মাস্টারকার্ড, নেক্সাস, ডিবিবিএল, আমেরিকান এক্সপ্রেস) কিংবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে সরাসরি অর্থ স্থানান্তর করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আবেদন ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন ফরম পূরণ, পে-স্লিপ ডাউনলোড বা ফি জমা দেওয়া যাবে না। ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দিলে কিংবা পরবর্তীতে কোনো জটিলতা তৈরি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় নেবে না। তবে আবেদনপত্র বা পে-স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :