ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

বন্ড ইস্যুর সিদ্ধান্তে পরিবর্তন সিটি ব্যাংক, বাড়বে অর্থের পরিমাণও

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০২:২৮ পিএম বন্ড ইস্যুর সিদ্ধান্তে পরিবর্তন সিটি ব্যাংক, বাড়বে অর্থের পরিমাণও

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির পক্ষ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জানানো হয়েছিল তারা সাব-অর্ডিনেটেড ডেবট (বন্ড) ইস্যু করে ৮০০ কোটি টাকা সংগ্রহ করবে। সম্প্রতি ব্যাংক কর্তৃপক্ষ ওই বন্ডের ফিচারে (বৈশিষ্ট্য) কিছুটা পরিবর্তন আনার পাশাপাশি অর্থ উত্তোলনের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

তথ্য অনুযায়ী, ব্যাংকটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী তারা ১ হাজার ২০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড ডেবট (বন্ড) ইস্যু করবে। এরইমধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। পাশাপাশি এই বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকের ব্যাসেল-৩ এর অধীনে ব্যবহার করা হবে। এতে ব্যাংকটির ব্যাবসায়িক প্রবৃদ্ধি হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

ব্যাংকটি জানিয়েছে, এই বন্ড ইস্যুর জন্য এখন তারা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন চাইবে।

দেশে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করা প্রথম সারির কয়েকটি ব্যাংকের মধ্যে একটি সিটি ব্যাংক। ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এই ব্যাংকটির পরিশোধিত মূলধন রয়েছে ১ হাজার ৫২১ কোটি টাকার বেশি। ব্যাংকের রিজার্ভের পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা।

ডিএসইর ‘এ’ ক্যাটাগরিভুক্ত এই ব্যাংকটি পূর্বের বছরগুলোতে গড় ৫০০ কোটি টাকার কাছাকাছি নিট মুনাফা করেছে। তবে সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে এই মুনাফা ১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যা একক বছরে ব্যাংকটির সর্বোচ্চ মুনাফা।

Side banner