ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের ব্যবস্থা না নিলে সচিবালয়-যমুনা ঘেরাও

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০২:৪১ পিএম ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের ব্যবস্থা না নিলে সচিবালয়-যমুনা ঘেরাও

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে সচিবালয় ও যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনা না হলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যমুনা ও সচিবালার ঘেরাও করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের দাবি করেন তিনি।

তিনি বলেন, নূরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে সরকার ব্যর্থ হয়েছে। সরকার শুধু বিদেশে চিকিৎসার আশ্বাস দিয়ে তালবাহানা করছে। নূরকে কোন দেশে নেওয়া হবে, সেটি পরিবার ও দল মিলে ঠিক করবে।

তিনি অভিযোগ করেন, ১৭ দিন পার হলেও দোষীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত কমিটি করা হলেও তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। আমরা চাই সরকার বসে আলোচনার মাধ্যমে ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করুক।

সংগঠনের মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান নূরের শারীরিক অবস্থা নিয়ে বলেন, রোববার তাকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও গতকাল শনিবার রাতে হঠাৎ তার অবস্থার অবনতি হয়েছে। তার নাসার হাড়ের ভাঙন বেড়েছে, চোয়ালে জটিলতা দেখা দিয়েছে, ডান পাশ আংশিক অবশ হয়ে গেছে। এখনো তিনি শক্ত খাবার খেতে পারছেন না, কেবল তরল খাবার দেওয়া হচ্ছে। লিভারেও আঘাতজনিত জটিলতা ধরা পড়েছে। চিকিৎসকরা তাকে আরও কিছুদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস নূরকে দ্রুত বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আমরা যথেষ্ট গড়িমসি লক্ষ্য করছি। শুরুতে সিঙ্গাপুর নেওয়ার কথা বলা হলেও পরে ভিন্ন ভিন্ন দেশের কথা বলা হচ্ছে। এতে সরকারের সদিচ্ছার ঘাটতি স্পষ্ট।

Side banner