ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সাধারণ মানুষকে আগে পিআর পদ্ধতি বোঝাতে হবে: মান্না

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৮:১৫ পিএম সাধারণ মানুষকে আগে পিআর পদ্ধতি বোঝাতে হবে: মান্না

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পিআর পদ্ধতি কী? এটা আগে সাধারণ মানুষকে বোঝাতে হবে। কেননা আমি যত জায়গায় গিয়েছি সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে পিআর পদ্ধতি সম্পর্কে তারা কিছুই বুঝে না। মানুষ চায় একটি ভালো নির্বাচন। ভালো নির্বাচন করতে হলে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছতে হবে। 

তিনি বলেন, দেশ আজ যে সংকটের সম্মুখীন, এ অবস্থা থেকে উত্তরণের জন্য সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধের বিকল্প নেই। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলা শাখা নাগরিক ঐক্যের আয়োজনে কচুয়া সরকারি কলেজ মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নাগরিক ঐক্য চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন কাননের সভাপতিত্বে ও সদস্য নাছিমা আক্তার সুমার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক ও কচুয়া আসনে নাগরিক ঐক্যের মনোনয়ন প্রত্যাশী শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক শাহনাজ রানু, নারী বিষয়ক সম্পাদক ফেরদৌসী আক্তার, চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক নুরুল আফসার মজুমদার, চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব নুরুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান ও নাগরিক ঐক্যের নেতা মুক্তিযোদ্ধা আবু তাহের মাস্টার প্রমুখ। 

Side banner