ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

ট্রাম্পের সঙ্গে সোমবার বৈঠকে বসছেন জেলেনস্কি

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ আগস্ট ১৭, ২০২৫, ১০:৩৮ এএম ট্রাম্পের সঙ্গে সোমবার বৈঠকে বসছেন জেলেনস্কি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে সোমবার (১৮ আগস্ট) ওয়াশিংটন যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  শনিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। 

ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর এক্সে ভলোদিমির জেলেনস্কি বলেন, সোমবার (১৮ আগস্ট) আমি ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করব, হত্যাকাণ্ড এবং যুদ্ধের অবসান সম্পর্কিত সমস্ত বিবরণ নিয়ে আলোচনা করব। আমন্ত্রণের জন্য আমি কৃতজ্ঞ।’

তাদের কথোপকথনকে ‘দীর্ঘ এবং বাস্তবসম্মত’ আখ্যা দিয়ে জেলেনস্কি জানান, ট্রাম্প তাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাক্ষাত এবং শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় তাদের বৈঠকে আলোচনার মূল বিষয়গুলো সম্পর্কে অবহিত করেছেন।

তিনি বলেন, ‘ইউক্রেন শান্তি অর্জনের জন্য ‘সর্বোচ্চ প্রচেষ্টা’ নিয়ে কাজ করার জন্য তিনি (ট্রাম্প) তার প্রস্তুতি পুনর্ব্যক্ত করেছেন এবং এটি গুরুত্বপূর্ণ যে মার্কিন শক্তি ‘পরিস্থিতির উন্নয়নের উপর প্রভাব ফেলবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করি। নেতাদের স্তরে মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে এবং এর জন্য একটি ত্রিপক্ষীয় ফর্ম্যাট উপযুক্ত।’

ইউক্রেনীয় প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের জন্য নির্ভরযোগ্য নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিত করার জন্য ‘প্রতিটি পর্যায়ে’ ইউরোপের  সংশ্লিষ্ট থাকার গুরুত্ব তুলে ধরেন।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অংশগ্রহণের বিষয়ে আমেরিকান পক্ষ থেকে ইতিবাচক সংকেত নিয়েও আমরা আলোচনা করেছি। আমরা সকল অংশীদারদের সঙ্গে আমাদের অবস্থান সমন্বয় করে চলেছি।’

শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় তিন ঘন্টারও বেশি সময় ধরে রুদ্ধদ্বার আলোচনার পর ট্রাম্প এবং পুতিনকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়।  রুশ নেতা বলেছেন, তারা একটি ‘বোঝাবুঝিতে’ পৌঁছেছেন। 

মার্কিন প্রেসিডেন্ট তার পক্ষ থেকে জানিয়েছেন, তারা ‘কিছুটা অগ্রগতি’ করেছেন।  তবে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তারা কোনও চুক্তিতে পৌঁছাননি বলেও স্বীকার করেছেন তিনি।

Side banner