বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পরিচালককে বদলি, আরেকজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখার এক আদেশে তাদের এই দায়িত্ব দেওয়া হয়।
আদেশে বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ মমিনুল ইসলামকে প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট-এর পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও বিমানের পরিচালক (অর্থ) মো. নওসাদ হোসেনকে একই পদে বহাল রেখে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :