ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনের প্রয়োগ সুনিশ্চিত করতে হবে

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১০:২০ এএম ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনের প্রয়োগ সুনিশ্চিত করতে হবে

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেছেন, ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনের প্রয়োগ সুনিশ্চিত করতে হবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলামোটর বিআইপি কনফারেন্স রুমে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

আদিল মুহাম্মদ খান বলেন, বাংলাদেশে ট্রাফিক ব্যবস্থাপনার যে বাস্তব চিত্র তা থেকে শিক্ষা নিয়েই সঠিক সমাধান খুঁজে বের করতে হবে। ট্রাফিক পুলিশের পাশাপাশি জন্য স্বতন্ত্র ট্রাফিক ব্যবস্থাপনার, পরিকল্পনা বিভাগ গঠন করা যেতে পারে। এছাড়াও ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনের প্রয়োগ সুনিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ ও নাগরিকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন ছাড়া কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা ও নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের টেকসই উন্নয়ন ও সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন।

সেমিনারে বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান বলেন, ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে যেসব পরিকল্পনা করা হয়, সেখানে পরিকল্পনাবিদদের অংশগ্রহণের সুযোগ খুবই সীমিত। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হলেও পরিকল্পনা সংশ্লিষ্ট কিংবা পরিকল্পনাবিদদের নিয়ে কোনো সংস্কার কমিশন গঠন করা হয়নি।

দেশের টেকসই উন্নয়ন ও সমন্বিত পরিকল্পনা নিশ্চিত করতে অন্যান্য পেশাজীবীদের পাশাপাশি পরিকল্পনাবিদদের জন্য যথাযথ কর্মপরিবেশ ও সুযোগ তৈরি করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান তিনি।

সেমিনারে উপস্থিত আরও ছিলেন ট্রাফিকক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আশরাফুল আলম রতন, সিগমাইন্ডের সহ-প্রতিষ্ঠাতা আবু আনাস শুভম, ট্রান্সপোর্ট প্রফেশনালস অ্যালায়েন্সের প্রধান নির্বাহী ড. মোহাম্মদ নূরুল হাসান, ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ড. এস এম সোহেল মাহমুদ, পরিবহন বিশেষজ্ঞ পরিকল্পনাবিদ সৈয়দ মোহাম্মদ ওয়ালীউল্লাহ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নিলিমা আখতার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার আবু সুফিয়ান আহমেদ প্রমুখ।

Side banner